Tuesday 8 June 2021

ঐ ছোট্ট একটি সরকার পাড়া

 ঐ ছোট্ট একটি সরকার পাড়া 

ওখানেই ফুটে আছে একটি হৃদয় ----

সে জানে নির্ভয়াকে 

সে জানে আসিফাকে 

সে জানে মনীষাকে 

চোখের পাতায় লেগে থাকে অন্ধকারের 

গুমসুনি ইতিহাস 


আবার একটা...... 


বিনিদ্র যামিনী কাটানোর কোন প্রশ্ন নেই 

তাছাড়া আর কোন সাম্রাজ্যবাদী শক্তিও নেই 


তুষ ছাড়ানো ধানের মতো পড়ে থাকে দেহটা 


আমি শুধু আড় চোখে চেয়ে থাকি 

কাছে যেতে পারি না 


---- কিন্তু সে বিনিদ্র রজনী জেগে থাকে 

রাতের সাথে সন্ধি করে 


সাহসের একটা পর্দা টানে মনে 

আরও একরাত জেগে কাটানোর।।



No comments:

Post a Comment