Friday, 13 November 2020

কঠিন তপস্যা

কঠিন তপস্যা, তবুও মনে হয় ছেলেখেলা 

পার্কেই বসে আছি চুপ 

কান্না-- হৃদয়ের কেঁদে যাচ্ছি খুব 

পার হতে হবে সময়ের ভিতরকার বারবেলা।

আমি বসে থাকি চুপ 

কিছুই নেইকো খাবার, কিছুই নেইকো করার 

অনেকেই থাকতে না পেরে যাচ্ছে মরে 

অবিচলিত রূপ।

ঘর বাড়ি, পাকা রাস্তা, মাঝে মাঝে, গাছ দেখি চোখে 

কে মরল, কে বাঁচল আমার কি আসে যায়।

আমার‌ও অনেক কাল করার কিছুই নাই 

পেরেছি কি হতে জগ্যি এ বিষাদের‌ নোখের?

No comments:

Post a Comment