Friday, 13 November 2020

এই আছো এই নেই


গ্ৰিলের কাছেই ছিলে দাঁড়িয়ে, আকাশ তখন মেঘ শূন্য, চলে গেছিলাম দেখেই, ঠাকুর দেখার মতো।


তুমি ছিলে না ভিখিরি,

তুমি ছিলে না মাঝির ব‌উ,

অথবা কোন বিক্রেতা ওয়ালী,

পাশের বাড়ির কোন বিবাহিতা। 


এমনি উঠেছিল ঝড়, যেমনি সবার আসে 

ফিরতে চাওয়ার তাড়া ছিল না তোমার 

কুকুরের দল ছিল না পাড়ায়, কোন মাসে 

উঠে নাই ঝড়, অথবা যদি নামে অন্ধকার।


No comments:

Post a Comment