Friday 13 November 2020

ঝড় কেটে গেলে


একদিন ঝড়ের পরে নীল আকাশ দেখার সৌভাগ্য হবে মানুষের মন, হৃদয়, চামড়ায় 

ঘাঘড়ার মতো পাপড়ি উঠবে ফুটে

ডুইকার হরিণের আগুনে পোড়ানো মাংস! 

স্কয়ার ফেস জিনের একটি বোতল! 

এক আধ চুমুক তখন আমার চুমু খাওয়া দুই ঠোঁটে--- গলায়---- পেটে 

চমৎকার মানুষ আমি 

বিশ্বশ্রেষ্ঠ বাচাল 

অসম্ভব ঠান্ডা--- ভিজে চুপচুপে--- রাত 

যদি পাওয়া যেত শুকনো কাঠ 

উম আগলে রাখা হত শরীরে 

হোক না তবুও ঘুণে খাওয়া 

পিঁপড়েদের‌ও বাস 

আনন্দ উঠবে জেগে পাখিদের ধুলোমাখা ডানায় 

এই জগৎ মৃন্ময়, চিন্ময়, পূর্ণ হোক কানায় 

একটু একটু করে ত্রিকূট পাহাড়, চিল্কা হ্রদ 

দিনের আলোর মতো অন্ধকার এসেছে নেমে 

দলপতিও উদ্বাস্তু নয় আছে ঘর এসেছে থেমে 

শেষ গন্তব্য লাইট হাউসের‌ই পথে আবেগের ছায়াতলে মিলিয়ে যাবে বহু সুর এই চেয়ে 

শূন্য জানালা দুয়ার জটলা পেতে হাট বাজারের মতো মনে হয় এ নৈমিষারণ্য বড়োই একঘেয়ে 

ছোট হয়ে এলো এই মুহূর্তে চোখের উচ্চতা 

লোকের ছেলেদের বিয়ে হবে না কো আর 

লুকিয়ে না রেখে এ বোতল দিয়েছি খুলে 

আনন্দে চিৎকার করে উঠি বারবার।

No comments:

Post a Comment