Friday, 13 November 2020

গাছ রমণী

 তোমার শরীরে শাখা প্রশাখায় জোনাকি জ্বলে 

ভিজে গেছে পায়ের তলার মাটি 

স্মৃতি ঝরে টুপটাপ 

নিভে যেতে যেতে চলে যায় অন্যত্র 


পিকনিক বসে এখানে

ফয়সাল‌ও হয় 

বক্তৃতার শরৎকাল ফোটে 

আমি বাড়ি আঁকি তোমার ছায়ার তলে 

No comments:

Post a Comment