Friday, 13 November 2020

পঙ্গপাল


বাউলের একতারার শব্দে পালিয়ে যেতে পারতে 

এক মুঠো দানা ছেড়ে যাওয়ার ছিল কি প্রয়োজন?

বেদনার স্মৃতি বুনে দিয়ে যায়, শোষণ 

উচ্ছিষ্ট মাছের কাঁটার কঙ্কালসারির মতন।


চলে গেছে এই পীড়া অন্য দেশের ভিতর 

বুকের ভেতর এখনো ওড়ে ওরা।

বুঝি শৈবালরেখা করে দেয় প্রাচীর 

সময়ের ভিতর কপাল গেছে পোড়া।

No comments:

Post a Comment