Friday 13 November 2020

চোখ বুজে আসে



উর্বর এক শয্যা, হৃদয়, পাথরের মতো,

করুণ বিষাদের সুরে বারবার ডুবে যায়, 

সবুজে, ঘন পানায় ছোঁয়ানো জলে।

অসুস্থ কান এ সুরের অহরহ বৃষ্টিতে;

এ বিষাদের দমকা বাতাস ঝড় হয়ে গেছে,

এ বিষাদের জলোচ্ছ্বাস হয়ে এসেছে প্লাবন,

এক ধাক্কায় বেড়ে গেছে ভিড় রাশি রাশি,

ডি. এ. পি., ইউরিয়া, ছোট ছোট দানার। 

আমি চোখ তুলে তাকাতে পারি না,

পৃথিবীর চোখে রাখতে পারি না চোখ,

ঘ্রাণে নেশাতুর নাসারন্ধ্র, ভীষণ।

No comments:

Post a Comment