Tuesday, 31 March 2020

"আজ প্রেমিক হবার অবসর এসেছে"



আজ প্রেমিক হবার অবসর এসেছে
কুসুমিত মন, পলাশ বন, জোয়ারে ভেসেছে
রক্ত ছড়ানো পথে যদি দেখা যায় ফোনে
ঝড়বে ঝড়ুক কৃষ্ণচূড়া মনের এক কোণে 

একটি নৌকা নেব, যেখানে একটি নদী আছে পড়ে
একটু আবির নেব বাসস্ট্যান্ডের মোড়ে
সব পাখি উড়ে যাক অতি উচ্ছৃঙ্খলে
তুমি আমি বসে থাকি বসন্তের কোলে

সব ছেলে ঘরে ফেরে ডুবে অন্ধকারে
কপালে যে হানিছে আঘাত প্রতি বারে
হয়ত কাউকে হৃদয়‌ই করেছে সে
আজ প্রেমিক হবার অবসর এসেছে।।

No comments:

Post a Comment