Saturday 9 May 2020

"ক্যানভাস"

"ক্যানভাস"

তুমি একটা ক্যানভাস। তোমার দেহ সাদা। শিশুর মনের মতো। যা খুশি আঁকি তুমি গ্ৰহণ কর। গাছ, নদী, ঝরনা, পাহাড় সব। সব-ই এঁকেছি। কখনো ঘুম থেকে পড়ে গেছি খাদে। কখনো গোখরো সাপে তাড়া করে। কখনো অকায় মিলন। একটা সূর্য ওঠে। ডুবে যায়। দূর্বা ঘাসের ধর্ম আঁকি। খড়্গ আঁকি। বাতাস বয়। তোমার ভঙ্গিমা। জল পড়ে। খাঁজ। ক্যানভাসে রঙ ছেটায়। হাত বেঁধে রাখি। তারপর ক্লান্তি। আমি চলি। প্রস্থান করি না। বিশ্রাম নিই। আবার ফিরে আসি। যুদ্ধ চলে। 

"সংসার"

"সংসার"

এক মুহুর্তে কত কথা বলা শেষ
বিদ্বেষী মনোভাব সব শেষ
হারিয়ে দিয়েছ এই বেশ
হারিয়ে দিয়েছ এই বেশ
একটি কবিতা
আমি মিত্র তুমি মিতা
তুমি মা আমি পিতা
সংসার হবে আবার
পথ হল না যাবার
...শেষমেশ ।