Pages

কবিতা| বাংলা কবিতা| সময়ের গান

"এক টুকরো অতীত"




সেই আনন্দে আত্মহারা হ‌ওয়া যায় না

যতটা আনন্দ, থাকলে, অধিক হয় 

সেই আনন্দে খানিকটা দুঃখ মেশানো 

খানিকটা নিজের পরিচর্যা মেশানো

আমাদের বয়সের ভারে ন্যুব্জ

এক আকাশ ভালোবাসা মেশানো

স্বপ্নদের উষ্ণতা মাখানো

কতটা আশা ছিল তার জন্য

আরও উজ্জ্বল একবুক প্রত্যাশা নিয়ে সময় এসে দাঁড়াবে

সেখানে একটি আশ্রয় থাকবে

একটি জাদুর রহস্য থাকবে

সেই রহস্যে পরিপূর্ণতা পাবে আমাদের বয়স,

আমাদের কাঁচা হাত। 



২২/০৬/২০২৩