আমারই আছে মুখ-- আর যাদের আছে ভাষা কিছু বুঝি না
বাড়ি, পথ, রাস্তা নেই মুখ তাই লিপি খুঁজি না।
কিছু ইতিহাস হয়েছে তৈরি, স্বার্থেরই লোভে
তাঁত এখনো ক্ষত শূন্য তাঁতিই শুধু ডোবে।
নাড়ি নেই নেই প্রাণ--- যা আছে শুধু আমার
একটি বাড়ি কথা বলে শুনি না আমি আর।
আমারই আছে মুখ-- আর যাদের আছে ভাষা কিছু বুঝি না
বাড়ি, পথ, রাস্তা নেই মুখ তাই লিপি খুঁজি না।
কিছু ইতিহাস হয়েছে তৈরি, স্বার্থেরই লোভে
তাঁত এখনো ক্ষত শূন্য তাঁতিই শুধু ডোবে।
নাড়ি নেই নেই প্রাণ--- যা আছে শুধু আমার
একটি বাড়ি কথা বলে শুনি না আমি আর।